বিনা মূল্যে ই-কমার্স সেবা দিচ্ছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ।
আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল
আছেন। আমার ই-কমার্স টিউনসে আপনাদের সবাইকে সাগতম।ই-কমার্স
অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ২০১৫ সালকে ‘ই-কমার্স
বর্ষ’ হিসেবে ঘোষণা করে চালু করছে এ সেবা কেন্দ্র। ই-কমার্স সেবা
পেতে হলে ০৯৬১৩ ২২২ ৩৩৩ নাম্বারে যোগাযোগ করে যে কেউ বিনামূল্যে এ কেন্দ্র থেকে
ই-কমার্স ব্যবসা সংশ্লিষ্ট তথ্যসহ নানা ধরনের সেবা গ্রহণ করতে পারবে। এ ছাড়াও
বিস্তারিত তথ্য (www.e-cab.net) এই
ওয়েবসাইটে পাওয়া যাবে। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এই সেবা কেন্দ্রের
উদ্বোধন করেন তথ্য প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার।
বর্তমানে বাংলাদেশে প্রায় পাঁচশত ই-কমার্স ওয়েবসাইট এবং
ফেসবুকে কমপক্ষে ৩০০০ পেজ রয়েছে। যার মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের
পণ্য ও সেবাসমূহ অনলাইনে বিক্রি করছেন এমন তথ্য জানিয়েছেন ই-ক্যাব সভাপতি রাজিব
আহমেদ।
বাংলাদেশে ই-কমার্স এখনো সেভাবে জনপ্রিয় নয় উল্লেখ করে তিনি
বলেন, এ লক্ষ্য
অর্জনে ই-ক্যাব ২০১৫ সালকে ‘ই-কমার্স বর্ষ’ হিসেবে ঘোষণা দিয়েছে। ঢাকা, চট্টগ্রামসহ কয়েকটি বড় শহরেই
ই-কমার্স এখনো সীমিত রয়েছে। দেশীয় ই-কমার্স খাতকে গতিশীল করতে হলে সবার আগে
ই-কমার্সকে আমাদের গ্রামে-গঞ্জে ছড়িয়ে দিতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস
অ্যাসোসিয়েশনের (আইএসপিএবি) প্রেসিডেন্ট আখতারুজ্জামান মঞ্জু, ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদ, ই-ক্যাবের স্ট্যান্ডিং কমিটির
চেয়ারম্যান সারাহ জিতাসহ আরো অনেকে।
No comments:
Post a Comment