Sunday, October 11, 2015

ডিজিটাল বাংলাদেশ

   ডিজিটাল বাংলাদেশ কী এবং কেন?

 

 

 আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন আমি আপনাদের দোয়া ভাল আছিআজকে আপনাদের  সামনে আলোচনা করবো ডিজিটাল বাংলাদেশ নিয়ে । প্রথমে  রিসালাত বারীর ‍‌'পাঠ্যপুস্তক ই-বুক: একটি প্রশংসনীয় পদক্ষেপ' লেখাটি এবং সে-লেখার সূত্রে গড়ে-ওঠা আলাপচারিতা আমাকে দারুণ অনুপ্রাণিত ও আশাবাদী করেছে। আমাদের বিভিন্ন মত থাকবেই, থাকবে ভিন্ন ভিন্ন ভাবনা ও আগ্রহের পরিসর। আর এই ভিন্নতাগুলোর ভিতরে লেনদেন সামনের দিকে এগিয়ে যাবার জন্য জরুরি। ডিজিটাল বাংলাদেশ এই সময়ের দাবি, বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশকে এগিয়ে যেতে হলে এ-দাবি মেটাতেই হবে। এ উদ্দেশ্যে নানামুখী উদ্যোগ নেয়া হচ্ছে।

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পথে সমাজের সর্বস্তরের মানুষ ডিজিটাল বাংলাদেশ এর বিভিন্ন দিক নিয়ে আগ্রহ প্রকাশ করেন, জানতে চান। এই আগ্রহের কথা বিবেচনা করে, বিভিন্ন সময়ে উঠে আসা প্রশ্নগুলো এবং এর উত্তর একসাথে করে একটি ক্ষুদ্র প্রকাশনার উদ্যোগ নেয়া হয়েছে প্রধানমন্ত্রী কার্যলয়ের এটুআই প্রোগ্রাম থেকে।
আপনাদের সুচিন্তিত মতামতের প্রত্যাশায় সকল প্রশ্ন একসাথে করে উপস্থাপন করা হলো। আমরা আশা করবো আপনারা এই প্রশ্নগুলোর উপর আপনাদের মতামত প্রদান করবেন পাশাপাশি নতুন কোনো প্রশ্ন থাকলে সেটিও উল্লেখ করবেন। আপনাদের মতামতের ভিত্তিতে এসব প্রশ্ন সংযোজন, বিয়োজন বা নতুন করে লেখা হবে। আপনাদের মতামতের প্রত্যাশায়:
ডিজিটাল বাংলাদেশ
কী এবং কেন?
এটুআই প্রোগ্রাম, প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা
ক. ডিজিটাল বাংলাদেশ
১. ডিজিটাল বাংলাদেশ কী?
২. কেন ডিজিটাল বাংলাদেশ ধারণা চালু করা হয়েছে? 
৩. রূপকল্প ২০২১ ও ডিজিটাল বাংলাদেশের সম্পর্ক কী?
৪. ডিজিটাল বাংলাদেশ ধারণার মূল ভিত্তি কি কি?
৫. ডিজিটাল বাংলাদেশের জন্য কৌশলগত অগ্রাধিকার কী?
৬. ডিজিটাল বাংলাদেশকে কেন উন্নয়ন দর্শন বলা হচ্ছে?
৭. বাংলাদেশের সার্বিক উন্নয়নে ডিজিটাল বাংলাদেশ ধারণা কতোটা বাস্তবসম্মত?
৮. ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনের মাধ্যমে কীভাবে মধ্যম আয়ের দেশ হয়ে ওঠা সম্ভব?
৯. ডিজিটাল বাংলাদেশ কি নিছক রাজনৈতিক স্লোগান?
১০. বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পথে কতোটুকু এগিয়েছে?
১১. ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের জন্য মাঠ-প্রশাসন ও জনপ্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধিতে কী উদ্যোগ নেয়া হয়েছে?
১২. জনসংখ্যার একটা বড় অংশ তথ্য-প্রযুক্তি সুবিধার বাইরে থাকলে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন কীভাবে সম্ভব? 
১৩. নীরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ছাড়া ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা কি আদৌ সম্ভব?
১৪. ডিজিটাল বাংলাদেশ মানে কি কেবলই দামি কম্পিউটার ও উচ্চগতির ইন্টারনেট সংযুক্তি?
১৫. ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অবকাঠামো কতোটুকু প্রস্তুত?
১৬. ডিজিটাল বাংলাদেশের উদ্যোগগুলো কি প্রযুক্তি-সুযোগপ্রাপ্ত ও -সুযোগবঞ্চিতদের মাঝে বৈষম্য বাড়িয়ে দেবে?
১৭. ডিজিটাল-বৈষম্য কমিয়ে আনার বিষয়ে কি কোনো পরিকল্পনা আছে?
১৮. ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে এদেশের জনগণ কতোটুকু প্রস্তুত?
১৯. ডিজিটাল বাস্তবায়নের পথে প্রধান চ্যালেঞ্জ কি কি?
খ . ই-প্রশাসন ও জনগণের দোরগোড়ায় সেবা
১. ই-প্রশাসন কী?
২. ই-প্রশাসন ধারণা কেন বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে?
৩.জনগণের দোরগোড়ায় সেবাবলতে কী বুঝবো?
৪. সর্বোস্তরের জনগণের দোরগোড়ায় ই-সেবা পৌঁছে দিতে কী ধরনের অবকাঠামো গড়ে তোলা প্রয়োজন?
৫. জাতীয় ওয়েব পোর্টাল কী? কেন গড়ে তোলা হয়েছে?
৬. বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তরের ওয়েবসাইট গড়ে তোলা হয়েছে কেন?
৭. জেলা তথ্যবাতায়ন কী? 
৮. জেলা তথ্যবাতায়নে কী ধরনের তথ্য আছে? এটি হালনাগাদ করার দায়িত্ব কার?
৯. ই-সেবা বলতে কী বুঝানো হচ্ছে?
১০. ই-সেবাকেন্দ্র কী?
১১. জেলা ই-সেবাকেন্দ্র কী?
১২. জেলা ই-সেবাকেন্দ্র গড়ে তোলার উদ্দেশ্য কী?
১৩. জেলা ই-সেবাকেন্দ্র থেকে জনগণ কোন ধরনের সেবা পাবেন? কীভাবে পাবেন?
১৪. উপজেলা ই-সেবাকেন্দ্র কেন গড়ে তোলা হচ্ছে?
১৫. উপজেলা ই-সেবাকেন্দ্র থেকে জনগণ কোন ধরনের সেবা পাবেন? কীভাবে পাবেন?
১৬. ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র বা ইউআইএসসি কী?
১৭. দেশের সকল ইউনিয়নে ইউআইএসসি কবে স্থাপন করা হয়েছে? এর উদ্দেশ্য কী?
১৮. ইউআইএসসি থেকে বর্তমানে কী সেবা দেয়া হচ্ছে?
১৯. অদূর ভবিষ্যতে ইউআইএসসিতে কী সেবা অন্তর্ভূক্ত করা হবে?
২০. গ্রামীণ মানুষের দোরগোড়ায় সেবা নিশ্চিত করতে ইউআইএসসি কী ভূমিকা পালন করছে?
২১. বিদ্যুত সংযোগহীন ইউনিয়নে কীভাবে ইউআইএসসি পরিচালিত হচ্ছে?
২২. ইউআইএসসি উদ্যোক্তা কারা হয়েছেন?
২৩. ইউআইএসসি ব্লগ কী? কেন গড়ে তোলা হয়েছে?
২৪. ইউআইএসসি টেকসই করার জন্য কী পদক্ষেপ নেয়া হয়েছে?
২৫. সরকারি ও বেসরকারি কোন কোন প্রতিষ্ঠান ইউআইএসসি নিয়ে কাজ করছে?
২৬. উপজেলা সদর বা গ্রামে বসবাসকারীরা কীভাবে ই-সেবাকেন্দ্রসমূহের সুবিধা পাবেন?
২৭. গ্রামীণ নারীর ই-সেবাপ্রাপ্তি ও ক্ষমতায়নে ইউআইএসসি কী ভূমিকা রাখবে?


গ . এটুআই প্রোগ্রাম
১. এটুআই প্রোগ্রাম কী? কবে থেকে চালু হয়েছে? 
২. ডিজিটাল বাংলাদেশ ও এটুআই প্রোগ্রামের সম্পর্ক কী?
৩. এটুআই প্রোগ্রামের প্রধান লক্ষ্যগুলো কি কি?
৪. এটুআই কোন কোন খাতে কাজ করছে?
৫. ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে এটুআই কী ধরনের সহায়তা প্রদান করে? 
৬. প্রশাসনে দক্ষতা, কার্যকারিতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে এটুআই কেন তথ্যপ্রযুক্তি ব্যবহার উৎসাহিত করে? 
৭. এটুআই ওয়েবসাইটে কী ধরনের তথ্য পাবেন? 
৮. এটুআই প্রোগ্রাম লক্ষ্য বাস্তবায়ন করতে গিয়ে সচরাচর কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়?
ঘ. জাতীয় ই-প্রশাসন অবকাঠামো
১. জাতীয় ই-প্রশাসন অবকাঠামো বা এনইএ কী?
২. জাতীয় ই-প্রশাসন অবকাঠামো বাস্তবায়ন করছে কোন কোন প্রতিষ্ঠান?
৩. জাতীয় ই-প্রশাসন অবকাঠামো কীভাবে জনগণের দোরগোড়ায় উন্নত সেবাপ্রাপ্তি নিশ্চিত করবে?
৪. জাতীয় ই-প্রশাসন অবকাঠামো বাস্তবায়নে কতোদিন সময় লাগবে?
ঙ. অনুকূল নীতি ও আইনগত কাঠামো
১. ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সহায়ক কি কি নীতিমালা প্রণয়ন করা হয়েছে?
২. ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে কি কি আইনগত উদ্যোগ নেয়া আবশ্যক?
৩. সস্তায় দ্রুতগতির ইন্টারনেট সংযোগ পাওয়ার জন্য কী ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে?
৪. তৃণমূল পর্যমত্ম ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে কী পদক্ষেপ নেয়া হয়েছে?
৫. ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বেসরকারি প্রতিষ্ঠানের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে কী ধরনের সহায়ক পরিবেশ সৃষ্টির উদ্যোগ নেয়া হয়েছে?
চ. ডিজিটাল কনটেন্ট
১. ডিজিটাল বাংলাদেশের জন্য মাতৃভাষায় কনটেন্ট তৈরি করা প্রয়োজন কেন?
২. ডিজিটাল বাংলাদেশের জন্য কনটেন্ট চাহিদা কীভাবে পূরণ করা সম্ভব?
৩. জাতীয় ই-তথ্যকোষ কী?
৪. জাতীয় ই-তথ্যকোষ প্রণয়নের উদ্দেশ্য কী?
৫. জাতীয় ই-তথ্যকোষে কী কনটেন্ট আছে?
৬. জাতীয় ই-তথ্যকোষ প্রণয়নে কোন কোন প্রতিষ্ঠান কাজ করছে? 
৭. জাতীয় ই-তথ্যকোষের উন্নয়নে কী উদ্যোগ নেয়া হয়েছে?
৮. মোবাইল ফোনে বাংলা চালুর জন্য কী উদ্যোগ নেয়া হয়েছে?
ছ. শিক্ষায় তথ্যপ্রযুক্তির ব্যবহার
১. এদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে শিক্ষার কী ধরনের সুবিধা আছে?
২. শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের পেছনে যৌক্তিকতা কী? 
৩. শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার কী পরিবর্তন আনতে পারে?
৪. শিক্ষায় তথ্য-প্রযুক্তি ব্যবহারের জন্য এযাবৎ কি কি উদ্যোগ নেয়া হয়েছে?
৫. মাল্টিমিডিয়া ক্লাসরুম কী?
৬. মাল্টিমিডিয়া ক্লাসরুম কীভাবে শিক্ষার গুণগত মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে?
৭. মাল্টিমিডিয়া ক্লাসরুমে ব্যবহারোপযোগী ডিজিটাল কনটেন্ট কে বা কারা তৈরি করছেন?
৮. সারাদেশের শিক্ষকগণ কীভাবে ডিজিটাল কনটেন্ট দেখতে বা ব্যবহার করতে পারবেন?
৯. ই-বুক কী?
১০. বাংলাদেশের প্রেক্ষাপটে ই-বুক কতোটা প্রয়োজনীয়?
১১. সরকারিভাবে ই-বুক প্রণয়নের ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কী উদ্যোগ নিয়েছে?
জ. সহজসাধ্য বা কুইক-উইন উদ্যোগ
১. সহজসাধ্য উদ্যোগ কী?
২. কী উদ্দেশ্যে সহজসাধ্য উদ্যোগগুলো নেয়া হয়েছে?
৩. সহজসাধ্য উদ্যোগের আওতায় জনগণ এ পর্যমত্ম কি কি সেবা পেতে শুরম্ন করেছে?
৪. এপর্যমত্ম কতগুলো সহজসাধ্য উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে?
৫. কতোগুলো সহজসাধ্য উদ্যোগ বাস্তবায়নের কাজ চলছে?
৬. আগামীতে কি কি সহজসাধ্য উদ্যোগ হাতে নেয়া হবে?
৭. সহজসাধ্য উদ্যোগ বাস্তবায়নে এটুআই প্রকল্পের ভূমিকা কী?
ঝ. সচেতন ও দক্ষ জনশক্তি
১. ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সচেতন জনগোষ্ঠী কেন প্রয়োজন?
২. ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সেবাদানকারী প্রতিষ্ঠান ও সেবাগ্রহীতার মানসিকতা কীভাবে পরিবর্তন করা যাবে?
৩. ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জনগণকে অবহিত বা সচেতন করার জন্য কী ধরনের উদ্যোগ নেয়া হয়েছে?
৪. জাতীয় উদ্ভাবনী মেলা আয়োজন করার উদ্দেশ্য কী ছিল?
৫. ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে যুবসম্প্রদায়ের অংশগ্রহণ কেন প্রয়োজন?
৬. যুবসম্প্রদায়কে দক্ষ করে তুলতে কী পদক্ষেপ নেয়া আবশ্যক?

 

No comments:

Post a Comment