Saturday, October 10, 2015

ইন্টারনেট বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান

     ইন্টারনেট বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন আমি আপনাদের দোয়া ভাল আছিআজকে আপনাদের সামনে ইন্টারনেট বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করবো ।
               সমস্যা - ইন্টারনেট সংযোগে ধীরগতি        
            সমস্যা - কম্পিউটার ইন্টারনেট মডেম খুঁজে পাচ্ছে না
                সমস্যা - পিসি মডেম পাচ্ছে কিন্তু ইন্টারনেট নেই
            সমস্যা - মডেম নো সার্ভিস/ নো নেটওয়ার্ক
                সমস্যা - ইন্টারনেট মডেম- নেটওয়ার্ক সমস্যা হচ্ছে
            সমস্যা - বাসায় ওয়াই ফাই সেটআপ করার উপায় কি?
             সমস্যা - ইন্টারনেট সংযোগে ধীরগতি সমাধান
- আপনি যদি মোবাইল ইন্টারনেট মডেম ব্যবহার করে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে থাকেন তাহলে সেটা নেটওয়ার্কের উপর ভিত্তি করে কিছুটা ধীর হতে পারে এজন্য মডেম সবসময় উন্মুক্ত স্থানে রাখুন কেননা এর উপর নেটওয়ার্ক নির্ভর করে আর একই সাথে মডেমের বদলে মোবাইল হ্যান্ডসেটকে মডেম হিসেবে ব্যবহার করলে বেশি গতি পাওয়া সম্ভব কেননা মোবাইল ফোনের নেটওয়ার্ক গ্রহণ করার ক্ষমতা মডেমের চেয়ে বেশি আর কম্পিউটারে ডাউনলোড করার সময় ব্রাউজ করা থেকে বিরত থাকবেন সমস্যা

 - কম্পিউটার ইন্টারনেট মডেম খুঁজে পাচ্ছে না সমাধান
 - কম্পিউটার আপনার ডায়াল আপ বা জিপিআরএস/এজ মডেম কোনো কারণে খুঁজে না পেলে সেটি অন্য স্লটে /পোর্টে লাগিয়ে দেখুন কম্পিউটার রিস্টার্ট দিয়ে আবার চেষ্টা করে দেখুন সমস্যা - পিসি মডেম পাচ্ছে কিন্তু ইন্টারনেট নেই সমাধান

- ডায়াল আপে মডেমের ক্ষেত্রে- •ফোনের ডায়াল টোন আছে কিনা দেখুনমডেম ঠিকমতো কাজ করছে কিনা তা জানার জন্য ডিভাইস ম্যানেজারে গিয়ে চেক করুনমডেমের ড্রাইভার নতুন করে ইন্সটল করে দেখুন এজ/জিপিআরএস মডেমের ক্ষেত্রে- •মোবাইলের নেটওয়ার্ক চেক করুনসীমে ইন্টারনেট এক্টিভেট আছে কিনা দেখুননতুন করে ড্রাইভার ইন্সটল করে দেখুন সমস্যা
 - মডেম নো সার্ভিস/ নো নেটওয়ার্ক সমাধান
- জিপিআরএস বা এজ মডেমের এই সমস্যা হলে-
1.সীমটি ট্রে থেকে খুলে আবার লাগিয়ে কানেক্ট দিন অনেকসময় মডেম ঠিকমতো সীম কানেকশন না পাবার কারনেও নেট সমস্যা করে থাকে
 2.ড্রাইভার নতুন করে ইন্সটল করে দেখুন
 সমস্যা - ইন্টারনেট মডেম- নেটওয়ার্ক সমস্যা হচ্ছে সমাধান
 - জিপিআরএস বা এজ মডেমে নেটওয়ার্কের এই সমস্যা হলে-
1.মডেম সবসময় উন্মুক্ত স্থানে রাখুন কেননা এর উপর নেটওয়ার্ক নির্ভর করে
 2.সীমটি ট্রে থেকে খুলে আবার লাগিয়ে কানেক্ট দিন অনেকসময় মডেম ঠিকমতো সীম কানেকশন না পাবার কারনেও নেট সমস্যা করে থাকে
 3.ড্রাইভার নতুন করে ইন্সটল করে দেখুন
4.মডেম কেনার সময় ভাল করে জেনে নিন এই মডেম উইন্ডোজ এক্সপি,ভিসতা,সেভেন বা লিনাক্স সাপোর্ট করে কিনা এবং সংশ্লিষ্ট সব ড্রাইভার সাথে দেয়া আছে কিনা

 সমস্যা - বাসায় ওয়াই ফাই সেটআপ করার উপায় কি?

 সমাধান - আপনি যদি ল্যাপটপে ওয়াইফাই ব্যবহার করতে চান তাহলে শুধু একটা ওয়াইফাই রাউটার কিনলেই হবে আর ডেস্কটপে ব্যবহার করতে চাইলে ডেস্কটপের জন্য আলাদা এডাপ্টার কিনতে হবে অথবা চাইলে ডেস্কটপে রাউটার থেকে ল্যান ক্যাবল দিয়েও ইন্টারনেট নেটওয়ার্কিং এর কাজ করতে পারবেন বাজারে দুই ধরনের রাউটার পাওয়া যায় ৫৪ এমবিপিএস এবং ৩০০ এমবিপিএস মোটামুটি ২২০০ টাকার মধ্যেই ৫৪ এমবিপিএস রাউটার পাওয়া সম্ভব আর রাউটার সেটাপ করা অনেকটা ক্যাবল ইন্টারনেট সেটাপের মতোই এটা সংশ্লিষ্ট ম্যানুয়াল দেখে সহজেই আপনি করে নিতে পারবেন ইন্টারনেট বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান  । 

No comments:

Post a Comment